হে মা মারিয়া

এ জগৎ যুগে যুগে তোমায় ধন্যা বলিবে

ভুবন, চন্দ্র তারা সকল যতদিন চলিবে

তোমায় ধন্যা বলিবে।


হে মা মারিয়া, ধন্যা জননী

প্রভুর মাতা, জগৎ মণি


নিমন্ত্রিত হয়ে কান্না গ্রামে; কান্না তুমি থামালে,

ঈশ পুত্রের মহামহিমা, প্রকাশ তুমি করিলে।


বিদ্ধ হৃদয়, যন্ত্রনায় পরিপূর্ণা, গলগথায় দাঁড়ালে

পুত্রের অসীম ব্যথায়; তুমিও বিদ্ধ হইলে।


মহানুগৃহিতা, প্রভুর মাতা, তুমি বিরাজিছ মঙ্গলে

ধন্যা বলে সন্মানিতা, তুমি আখ্যাতা চিরকালে।


Comments

Popular posts from this blog

Unencumbered (Part III)

Unencumbered (Part II)