পদধ্বনি!

পদধ্বনি! পদধ্বনি! 
ঐ শুনি কার শুভ পদধ্বনি?

কে তিনি, কে আসিছেন ? 

কার পদধ্বনি মোরা শুনি ? 


কে তিনি আসিতেছেন, মহাবিক্রমে

শীলাদ্বার ভেদ করে, মৃত্যু অতিক্রমে

সূর্যের তেজ ধরে মহাপরাক্রমে

দন্ডায়মান উনি কে?


তিনি যে নহেন সাধারণ লোক

প্রভু রূপে বন্দনা করে সর্বলোক

মৃত্যু ধ্বংসকারী, বিক্রমশালী ঈশ্বর।

অনাথের নাথ, সনাতন অধীশ্বর।

শান্তির রাজকুমার, শান্তিরাজ।

তিনি যে রাজার রাজা, প্রভুদের রাজ।

তিনি যে হৃদয়ে বিরাজমান, হীন নন কভু।

সর্ব সময়ে, সর্বত্র, আছেন যীশু তিনি প্রভু।




Comments