Posts

জীবনের গান

আমায় দগ্ধ করতে পারো, আমি সোনা, হব আরও খাঁটি। আমায় ফেলার চেষ্টা করো? আমি বৃক্ষ, আঁকড়ে ধরব মাটি! আমায় উপড়ে ফেলতে করো!  আমি রম্ভার মতন আরও ছড়াবো। আমার পতিত করতে পারো, আমি ধুলো ঝেড়ে উঠে দাঁড়াবো। আমি মেঘপুঞ্জে মিশে গিয়ে প্রবল বজ্রপাত নিয়ে এসে কাঁপাব আমায় মারার চেষ্টা করো! আমি শত কৈ মাছ হয়ে লাফাবো আমি তেলাপোকার মতন শত শত শত পরমাণুস্ত্রেও বাঁচিব। তোমার ঐ মরুতেও আমি আশিন-ভাদু, শ্রাবণ হয়ে নাচিব আমি হেরে গেলেও জিতব; জিতে গেলে তো জিতবই বটে আমি জীবন মৃত্যু তরিব, জেতা-হারা গাইব জগৎ পটে।

উজ্জ্বল জ্যোতিষ্ক

Image
 আঁধার গগনে খুঁজতেছিলাম বারেবারে যদি পাই কোন জ্যোতিষ্ক। যা দেবে আমার, আলো করে মস্তিষ্ক। পেলাম! এক মহাজাগতিক পিন্ড,  নাহি সূর্য, নাহি চন্দ্র। তিনি এক উজ্জ্বলতর জ্যোতিষ্ক! তাহারে পেলাম আমার আরাধনায় উপস্থিত,  একাত্মা হয়ে বসলেন আমার পাশে, তৈরি করে দিতে লাগলেন একের পর এক পূজার ডালি।  তুলে দিলেন আমার হাতে; ইষ্টের তরে 'গীতাঞ্জলি'। তাহারে পেলাম আমার প্রতিবাদে, ছুটে এসে কেড়ে নিলেন আমার হাত থেকে তলোয়ার। একটা কলম দিয়ে বোঝালেন, এটার জোর বেশি, ঠান্ডা করতে পারে কয়েকশো খানা শ্বেত বিদেশী পেশি। তাহারে পেলাম আমার ভালোবাসায়,  ছিলাম ভ্রান্ত চোখে দাঁড়িয়ে, ভ্রান্ত এক সারে। তাহার দেখানো পথে নেমে, খুঁজেছিনু যখন আমার বিদেশিনীকে,  আমার সিন্ধু নদীর পাড়ে।  সে ছিল দাঁড়িয়ে "আমার গানের ওপারে"। দিনের শেষে আমি দাঁড়িয়ে যখন,  দেখছি ওই দূরে সূর্য দিলো ডুব। এ বড় অসীম সময়, আধার ভীষণ খুব; তাহারে পেলাম জ্যোতিষ্কের ন্যায়। নিয়ে এলেন 'আলোকের ঝর্ণাধারা' আমার আঁধার কোনে, এসে উজাড় করে, এইবারও দিলেন আলো ছড়িয়ে। না হয় আমিও হলাম এক জ্যোতিষ্ক, হলাম আমিও আলোকময়। হতে নাহি পারি তাহার সম, তবে হব আমি ত...

শুভ নববর্ষ ১৪২৮

Image
 

পদধ্বনি!

Image
পদধ্বনি! পদধ্বনি!  ঐ শুনি কার শুভ পদধ্বনি? কে তিনি, কে আসিছেন ?  কার পদধ্বনি মোরা শুনি ?  কে তিনি আসিতেছেন, মহাবিক্রমে শীলাদ্বার ভেদ করে, মৃত্যু অতিক্রমে সূর্যের তেজ ধরে মহাপরাক্রমে দন্ডায়মান উনি কে? তিনি যে নহেন সাধারণ লোক প্রভু রূপে বন্দনা করে সর্বলোক মৃত্যু ধ্বংসকারী, বিক্রমশালী ঈশ্বর। অনাথের নাথ, সনাতন অধীশ্বর। শান্তির রাজকুমার, শান্তিরাজ। তিনি যে রাজার রাজা, প্রভুদের রাজ। তিনি যে হৃদয়ে বিরাজমান, হীন নন কভু। সর্ব সময়ে, সর্বত্র, আছেন যীশু তিনি প্রভু।

হে মা মারিয়া

Image
এ জগৎ যুগে যুগে তোমায় ধন্যা বলিবে ভুবন, চন্দ্র তারা সকল যতদিন চলিবে তোমায় ধন্যা বলিবে। হে মা মারিয়া, ধন্যা জননী প্রভুর মাতা, জগৎ মণি নিমন্ত্রিত হয়ে কান্না গ্রামে; কান্না তুমি থামালে, ঈশ পুত্রের মহামহিমা, প্রকাশ তুমি করিলে। বিদ্ধ হৃদয়, যন্ত্রনায় পরিপূর্ণা, গলগথায় দাঁড়ালে পুত্রের অসীম ব্যথায়; তুমিও বিদ্ধ হইলে। মহানুগৃহিতা, প্রভুর মাতা, তুমি বিরাজিছ মঙ্গলে ধন্যা বলে সন্মানিতা, তুমি আখ্যাতা চিরকালে।

Unencumbered (Part IV)

  Today is Kali Pujo. The school is on holiday. The preparation for the only pujo in the village has been going on, at our house since morning. The people of the village are helping as much as they could. For the first time, it is raining in the morning of Kali pujo. What misfortune! Yet Pujo's excitement is quite extensive. The dullness at Durga Pujo seems to have cleared at Kali Pujo. But, today's sky has no resemblance to the sky of Durga Puja. Today the face of the sky is sullen and not only the sky but many others have sullen faces, I am one of them. Because since morning, Mr. Akhilesh Bhattacharya has come to our house to be a part of only Kali Pujo in the village. He was one of the guests. All the students of the school are present, and their faces are full of sorrow today. It started raining profusely outside by the afternoon, but it did not dampen the enthusiasm of the villagers. Even in this rain, they are ready to worship the goddess. As the night progressed, the r...

Unencumbered (Part III)

  It has been two days since the dark clouds in the sky had cleared. The bright beautiful blue sky of the autumn is visible. Clouds are floating like fluffy cotton balls. Sometimes they’re covering the sky completely for a moment and again clearing out the next moment. Kansh grass flower has started blooming in the distant fields. The southern breeze has started blowing. The scent of Alstonia and night flowering jasmine has begun to waft through the distance. The beautiful golden sun began to scatter gold everywhere; Pujo's instrument sounded. The world danced with joy to the beat of the drum. Around the sky, in the air, in the water, in the trees, as if the news of Pujo was echoing. The whole village was overjoyed. But the shadow of sadness came down on the school. Where is the joy of pujo in school? Not a trace of exhilaration entered, or was allowed to do. It was heard that after Pujo our mathematics Sir would retire and go to Calcutta; in his new home. A new young teacher i...